খোকন, তোমার কোমল হাতে
কঠোর অস্ত্র মানায় না।
মশির মতো যোদ্ধা অস্ত্র
তোমার হাতে মানায়!
খুর-ধারালো রক্ত হিংসা—
তোমার সাথে যায় না রে,
ফুলবাগানের নিরানি ধরো,
সেথায় তোমার জায়গা রে।
খোকন তুমি, ছোটন তুমি,
তোমার মুখে হাসি—
তোমার ভিতর ভালোবাসা,
তোমার কাছেই খুশি।
আবার যদি যোদ্ধ আসে,
কালবোশেখির ধ্বংস নিয়ে—
তখন কি আর মুক্তি মেলে
মশির মতো অস্ত্র দিয়ে?
—