Skip to content

কালের ধারায়! – বোরহানুল ইসলাম লিটন

ক’দিন আগেই গাইতো যে গান
আজ মিলে না সাড়া,
হয়তো বা কাল এমনি করেই
হচ্ছে সাথী হারা।

যায় কি দেখা ঘুড়ির লাটাই
ভেন্না গাছের ডালে?
মাছের লোভে রয় না কেউ আর
ভর দিনমান খালে।

দৌড়ে একা কেউ খুঁজে না
চরকা বুড়ির সুতা,
ছোট্টু সে আজ কয় না ‘ও মা
ষাঁড় দিয়েছে গুঁতা!’

আর ঘুরে না প্রখর রোদে
রাম ছাগল সেই মাঠে,
দুষ্টুরা কেউ দুপুর বেলা
যায় না নায়ের ঘাটে।

ঢের যা গেছে কালের পেটে
আসবে না ফের উড়ে,
তবু তাদের বয় ধারা রোজ
অনেক হৃদয় জুড়ে।

3 thoughts on “কালের ধারায়! – বোরহানুল ইসলাম লিটন”

  1. এ কে দাস মৃদুল

    খুবই সুন্দর অনুভূতির বেশ অসাধারণ একটি কবিতা ।। অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা ।। ভালো থাকুন সুস্থ থাকুন ।। শুভ কামনা অবিরাম

মন্তব্য করুন