Skip to content

কামবাসনা খেলা – মোঃ রুহুল আমিন

লালন গানে লালন তত্ত্বের
চলে লালন মেলা,
গাঁজার টানে ভক্তের চলে
কামবাসনার খেলা।

আমির সাথে আমির পেতে
লালন গাহে গান,
সেই গানের দর্শন খোঁজে
দিয়ে গাঁজার টান।

লালনের ওই লালন দর্শন
খোঁজে গাঁজার টানে,
লালন মেলা জমায় রাখে
লালনের ওই গানে।

বাউলগণে লালনের ওই
লালন মেলা গিয়ে,
গানের তালে নাচে বাউল
গাঁজার গন্ধ নিয়ে।

সাধক সেজে বাউল গানে
মুগ্ধ করে পাড়া,
গাঁজার টানে বিশ্বলোকের
পাবে নাকি সাড়া।

গাঁজা খাইলে মনের ঘরের
মনটা জেগে উঠে,
সাঁইয়ের সাথে তখন নাকি
মনের মিলন ঘটে।

গাঁজার টানে নারী পুরুষ
ভক্ত হৃদয় অন্ধ,
সাধন যোগে পায়ের ছোঁয়া
কেউ বলে না মন্দ।

মন্তব্য করুন