Skip to content

কাজল-কুমারী – ফারহান নূর শান্ত

তোমার চোখের সৌন্দর্য থেকে,
উপমা ঋণ নিয়ে,
লিখেছি কত শায়েরী ।
কত প্রেম শব্দ,প্রলাপ
কত বাক্য,কাব্য পদ
হারিয়েছি আমি,কত বারই।

কবিতা,গজল,প্রেমের গান
কলম দিয়েছে তাতে প্রাণ,
কত বর্ষা,হেমন্ত,বসন্ত
অন্তমিলে বেঁধেছি সঞ্চারী।
তুমি সে আমার, কাজল-কুমারী।

জ্যোৎস্না রাতের ঈষৎ আলো,
চাঁদের শরীর বেয়ে ঝরে,
কত কল্পনায় এঁকেছি তোমায়
আমায় নির্বাক করেছে একেবারে।
তুমি সে আমার কাজল-কুমারী।

এত লিখি,শব্দ ফুরায় না
তবু লেখা হলোনা পাণ্ডুলিপি,
তোমারই চোখের কাজল যেন,
লেখার কালি হয়,দিনলিপি
তুমি সে আমার কাজল-কুমারী ।

মন্তব্য করুন