Skip to content

কমরেড

আজ সময়টা কেমন যেনো
আছে থমকে।
প্রজাপতিও আসছে না জাগাতে ফুলকে।
রোদও ফেলে গেলো এক আকাশ দীর্ঘশ্বাস।
কবির কলম গেছে থেমে।
আগ্রহ নেই তার আর প্রেমে অপ্রেমে।
যদিও ঘামে ভেজা গল্প শোনার
অবসর পায় না এ শহর।
তবু মন বলছে , কিছু একটা তো বদলাচ্ছে।
হয়তো বুঝতে পারছে
সবাই,
আল্লাহ আর রামের লড়াই
আসলে সাজানো নাটক।
গোপনে আখের গোছাচ্ছে শোষক।
ও দেখো শুষ্ক কুয়াশার আড়ালে,
দিন বদলের স্বপ্ন জ্বেলে,
নতুন সূর্য আমার তোমার অপেক্ষায়,
কমরেড তুমি কোথায়?

মন্তব্য করুন