শিক্ষকদের সম্মান
মতিউর রহমান
শিক্ষকরা আমাদের শীরের মুকুট, আমরা তাঁনাদের পায়ের তলে।
শিক্ষকরা আমাদের প্রত্যেকের গুরুজন, যা বলে আমাদের ভালোর জন্যই বলে।
মনোযোগী হও শিক্ষকদের কথনে, আদর্শমান হতে শেখো।
শিক্ষকদের উপদেশ পালন করিয়া, নসিয়ত স্মরনে রেখো।
শিক্ষকরা যতই আমাদের সমবয়সী হোক, শিক্ষকরা আমাদের শিক্ষায়।
শিক্ষকদের লগে বিয়াদুবি করা, আমাদের প্রত্যেকের অন্যায়।
শিক্ষালয়ের নিয়মে প্রত্যেকে চলো, শিক্ষা জাতির মেরুদন্ড।
শিক্ষকরা আমাদের পথ প্রদর্শন, শিক্ষা প্রতিষ্ঠানের নিয়ম করছি কেন আমরা লন্ডভন্ড?
শিক্ষকদের নিয়মে শিক্ষা প্রতিষ্ঠানের সূচনা, চাপ নয় আমাদের উপর।
শিক্ষকদের কথন শ্রবণ না করিয়া, হৃদয় হয় কেন আমাদের পাথর?
সংশোধন করো, ক্ষমা চাও, শিক্ষকদের প্রতি করোনা অভিমান।
ক্বলব তোমায় আঁধারে পুড়বে, তুমি হবে পথে অপমান।
শিক্ষকদের সাথে সম্পর্ক জোড়ো, ভালোবাসো শিক্ষকদের অতি।
শিক্ষকদের সাথে সম্পর্ক রাখলেই, পড়াশুনায় হবে না ক্ষতি।
শিক্ষকদেরকে সম্মান করতে শেখো, শিক্ষকরা দেখায় আমাদের আলো।
শিক্ষকদের কথা মেনে চললে,আমাদের হবে ভালো।
শিক্ষকদের অবাধ্য হয়োনা কেউ, তবেই খাবে হাবুডুবু।
জীবন কখনো সমাধান হবে না, তখন হবেই তুমি কাবু।
শিক্ষকদের কথনগুলি মনে পড়বে, ঝরবে অশ্রুর জল।
এখনো সময় আছে বলছি –সবাই শিক্ষকের কথায় চল্।
Thanks