Skip to content

কবিতা সফেদা – মাহমুদুল মান্নান তারিফ

সফেদা ডাকিতাম –
যদিও কালোজিরা সদৃশ,
রূপের ললনা!

মৃদু হাসিটা বড় চমৎকার!
সহর্ষে হৃদয় কেড়ে নেয় –
সে আমার প্রিয়তমা।

শীতল সমীরণের মতোন
প্রেমালাপ সবি দোলায়িত
আমার হৃদয়ের মণিকোঠায়।

বুকে জমানো কিছু প্রীতি
মাঝে মাঝে উথলে ওঠে
বুকের মাঝে ধাক্কা মারে।

প্রভাব নিপতিত হয়
অনুভূতি-অভিলাষ
দু’টোর মাঝামাঝিতে,

হাত বাড়িয়ে তখনো ডাকি
সফেদা চলে এসো
দেরি করোনা প্রিয়তমা।

রচনা: ১৬ সেপ্টেম্বর ২০১৬

মন্তব্য করুন