Skip to content

কবি সংকট- রোদ্দুর অরিত্র

যেখানে ক্যাপশনহীনতাই আজ এক বিরাট ক্যাপশন সেখানে কবিদের প্রয়োজনও সামান্যই । তাই এই সমাজে কবিদের আজকাল মনে পড়ে শুধু তাঁদের মৃত্যু হলে কিংবা কদাচিৎ জন্মদিনে। কবিরা হারিয়ে যায় তাই আজ পয়সনের অনুপাতে কিংবা শ্রেডিঞ্জারের সূত্রে , আরেকটু বড়বেলায় অফিসের ফাইল কিংবা চাকরি না পাবার হতাশার অন্তরালে । আর অকবিরা জায়গা পেয়ে যায় ম্যাগাজিনে …
আগে লোকে বই লিখে বিখ্যাত হয়েছেন , আর এখন বিখ্যাত নাহলে বই লেখার কথা ভাবাও পাপ …
সমাজ এভাবেই চলছে , এভাবেই চলবে , আর কবিরা দিনশেষে এভাবেই হারাবে ।।

মন্তব্য করুন