ওহ্ ওহ্ কমরেড
আহ্ আহ্ কমরেড
মিছিল থেকে একটু বেরিয়ে আমার কাছে আসুন না,
আপনার চুলটা একটু ঘেঁটে দিই।
একটানা অনেকক্ষণ হাঁটার পরে
আপনার অপূর্ব সুন্দর মুখটা ক্লান্তিতে ভরে গিয়েছে।
সম্ভবত আপনার তেষ্টাও পেয়েছে।
আমার হাত থেকে একটু জল খেয়ে নেবেন?
আপনার মতো আমিও সাম্যকে ভালোবাসি
কিন্তু এই মুহূর্তে দলীয় মিছিলে নেই।
আপনি আমাকে চিনেও না চেনার ভান করছেন। আবার জানাই,
হাতে কবিতা নিয়ে আমি দলের মিছিলের সমান্তরালে হাঁটছি;
বাঁ দিকে তাকালেই আমাকে স্পষ্ট দেখতে পাবেন।
ওহ্ ওহ্ কমরেড
আমি কাম আর বিরহে
জ্বলে যাচ্ছি আর আপনি সমানে ঔদাসিন্যের ভান করে আছেন!
একবার ভুল করেও কী
আমার দিকে তাকালে হয় না?
কী অদ্ভুত অবস্থা আমাদের।
পরস্পরকে ছুঁতে পারি না,
ফেলতে পারি না,
বেশি কাছে যেতে পারি না;
কিন্তু ভুলতেও পারি না!
ওহ্ ওহ্ কমরেড,
আহ্ আহ্ কমরেড!
জমাট মিছিল থেকে একটু চ্যুত হয়ে
আমার কাছে আসুন না।
আমাকে একটু ভালোবাসুন না!