আসলে
এবার সরে যাবার সময়
বা বলতে পারো-
ছেড়ে দেওয়ার সময়,
কঠিন হয়তো চুপ করে থাকা তবু-
এটা চুপ করে যাওয়ার সময়,
এইটাই আড়াল হওয়ার
সঠিক সময় অথবা
নিজের গুরুত্ব বোঝার সময়!
বলা হয়তো সহজ তবুও
ব্যথার সংগ্রহশালায় একাকিত্বের ডুবে যাওয়ার সময়,
সময় হয়তো অনেক কিছুর তবুও,
মুখ বুজে, ভালোবাসা, মন্দবাসা, ব্যবধান, অন্তরায়, আপন পর, বন্ধু শত্রু, দূরের কাছের,
শব্দ গুলোর স্পর্শ থেকে হয়তো হাত তুলে নেওয়ার সময়-
একা চলার সময় বা
ইচ্ছে করে হারিয়ে যাওয়ার সময়,
নিজেকে গুটিয়ে নেওয়ার সময়,
এটাই দূরে সরে যাওয়ার সঠিক সময়,
সদর থেকে খিড়কি সব বন্ধ করার বা ভোরের আলোর থেকে মুখ ঘোরাবার
এটাই হয়তো একটা উপযুক্ত সময়,
আসলে … এবার সরে যাবার সময় !!