Skip to content

এজীবনে যদি সম্ভব না হয়

এ জীবনে যদি সম্ভব না হয়
আগামী জন্মে ভালোবেসো আমায়
মনের গভীরে হৃদয়ের তলদেশে
কাঙ্ক্ষিত প্রেম থাকবে তোমারই অপেক্ষায়,
যখন আমি আঠারো ছোঁবো
তুমি ষোলোর কোঠায়
চোখের কোনে রেখো একটু জল
যৌবনের নদী পূর্ণ হবে কানায় কানায়।

এ জীবনে যদি সম্ভব না হয়
আগামী জন্মে আমার প্রেমিকা হয়ে থেকো
বুকের মাঝে রেখো এক ইঞ্চি জমি
আর ছোট্ট একটা পারাপারের সাঁকো,

আবারো আমি প্রস্তাব পাঠাবো তোমায়
অঙ্ক খাতার পাতা ছিঁড়ে
বুক ভরা প্রেম মেপে নিও তুমি
জ্যামিতিক স্কেলের প্রতিটি ইঞ্চিতে, ইঞ্চিতে।

এজীবনে যদি সম্ভব না হয়
আগামীর ভালোবাসা রেখো শুধু আমার জন্য
কোন এক ব্যর্থ প্রেমিকের কবিতা শোনাবো তোমায়
বুকের ভেতর রাখা পাথরে ধ্বনিত হবে প্রতিধ্বনি
তোমার ভালোবাসায় হবো আমি আবার নতুন করে ঋণী।।

********

মন্তব্য করুন