এখানে আকাশ নীল, গভীর নীল –
বাতাসের ধ্বনি মিলেছে সবুজ দিগন্তের মাথায়,
চুম্বিত মেঘেদের তখন বড়ই খুশীর ক্ষণ –
সবুজে নীলে মাখামাখি করে বর্ষার ভেজা ভেজা বাতাসের ছোঁয়ায় ।
এক ঝাপটা বৃষ্টির শেষে উঁকি দেয় চকচকে রৌদ্রের সর্ষে ফুল রঙা শিখা,
প্রাণময় নরম নরম ঘাসের মজা আর ধরে না !
কখনো সফেন কখনো চুপচুপে ভেজা শরীরে তাকিয়ে দেখে মেঘ বালিকার নৃত্য শিল্প,
শাপলা শালুক মুখ তুলে হাসতে থাকে পুকুর দীঘির টলমলে জলের কোলে,
বৃষ্টি ভেজা মেঘ বালিকা রোদ্দুরে শুকিয়ে নেয় পরণের ভেজা নীল শাড়ি,
আপ্লুত কন্ঠে গান গাইতে থাকে নদীর তীরে নীল রঙের মেলায় —-
এখানে আকাশ নীল, গভীর নীল।