Skip to content

একডালা প্রেম – মোঃ ইব্রাহিম হোসেন রাজশাহী

একডালা প্রেম
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ২৬-০৬-২০২৪ ইং

কী দারুণ দেখতে!
মন চায় লিখতে,
নীল নীল দু’নয়ন
আত্মার গৃহায়ণ।

টানাটানা চোখ দুই
মন বলে কাছে থুই,
উঁচু উঁচু ওই নাক
মিষ্টি মধুর ডাক।

রেশমি মাথার কেশ
হাসিটা দারুণ বেশ!
কোমল দুইটি ঠোঁট
চাঁদের মতন পোট।

দৃষ্টি তো ফিরে না
তুমি মন আয়না,
কও কথা ময়না,
ঘরে মন রয়না। 

আকাশের দেবো চাঁদ
নাই যাতে কোনো খাদ,
দেবো ফুল, ফুল-মালা
প্রেমপ্রীতি একডালা।

মন্তব্য করুন