Skip to content

এক বিন্দু পরশ – অথই মিষ্টি

ও গো ,
তোমা এক বিন্দু পরশ পাহিতে
এ মোর ,
বক্কের অন্তরালে যে হাহাকার
ও গো ,
দুষিবোনা তোমারে ,
দুষিবো আপনারে
এ যে ব্যর্থতা আমার ।

এ মোর ,
নিরিবিলি চিত্তে
আল্ত করিয়া হস্ত বুলিয়া দিচ্ছে
তব ত্বরানিত্ব সৃতি
হে তা ,
দ্বীপশিখার ন্যায় জ্যোতি ।

মন্তব্য করুন