Skip to content

এক নতুন ঝকঝকে সকাল !! -MaDDy

অনশনকারী নয়
ওরা ছিলো তোমার ব্যর্থতার সাক্ষী
তোমার হেরে যাওয়ার গল্প ছিলো ওরা
ওরা ছিলো দিনের আলোর মতন স্বচ্ছ
যা রাতের আঁধারে ধুয়ে ফেলা যায় না
উত্তাল সমুদ্রের ডানা ঝাপটানোর শব্দ
শুনেছো কখনো?
ওরা তাই-
যে শব্দকে তুমি ভয় পেয়েছো
তোমার সীমাহীন অহংকারের যোগ্য জবাব ছিল ওরা
তোমার আগামীর পুনরাবৃত্তি রুখে দেওয়ার
শক্ত পাঁচিল ছিল ওরা …

… এবার এই পরিযায়ী পাখিদের ঘরে ফেরার পালা
একদিন বিলুপ্ত হয়ে যাওয়া এই পাখিদের ঠোঁটে
লেগে থাকবে তোমার অত্যাচারের শিলালিপি
আর তুমি?
তোমার ছন্নছাড়া স্বভাবে
লিখতে থেকো তোমার সফলতার কাহিনী
যে কাহিনী
রাতের গলা টিপে শহর কে দিয়েছিল
এক নতুন ঝকঝকে সকাল

মন্তব্য করুন