বাবার কবর
এ.এস.এম সোহেল ভূঁইয়া।
আব্বু আমার বলতো আমায়
এই কবরটা কার?
কতক বছর দেখছি শুধুই
ভাবছি বলবো বার,
চাদের মতই আমার প্রাণের
সোনামুখো কই বল,
দিনভরি আজ খুঁজছি দাদায়
চায় নি চশমা জল।
দুলাল আমার ময়না আমার
দাদার মতন ডাক,
এখন এমন মধুর সোহাগ
কই আদরের হাঁক?
এই খানে তোর দাদার কবর
কদম গাছের তলে,
সোনার মতই রাখিত গলায়
সোহাগ পানির জলে।
তোর দাদারই গোর খুড়িলাম
দিলাম ধারার পাড়ি,
নয়নের জলে মাটির তলেই
কবরে দিলাম গাড়ি।
আশাবাদী ভালো লিখেছি।
ভালো একটা ফ্রেম করা হলে সুন্দর দেখা যেত।
মাশাল্লাহ শুভকামনা রইল