Skip to content

উর্বশী – হাকিকুর রহমান

ওহে উর্বশী,
মোর সহচরী শশী।

অনন্ত-যৌবনা অপ্সরা,
তব রূপে বিমোহিত হয় যে ধরা।

ওহে মায়ারূপীনী,
নৃত্য-গীতে পারদর্শিনী।

সাথে লয়ে চলো
মেনকা, রস্তা, তিলোত্তমা,

আরও আছে
বর্গা, প্রমথিনী, কাম্যা।

ভাঙ্গিয়াছো নিদ্রা কত মুনি-ঋষির,
কিরূপে হেথায় এসে হলে হাজির।

সহসা ভাঙ্গেনিতো মোর নিদ্রা,
ঘুরিয়াছি ছৈলা, বাগওইন, লাকেশ্বর ও খিদ্রা।*

পুনরজনমে আসিও আবার
হয়ে মোর সঙ্গিনী,
ঘটাতে নবরূপে
পুরূরবার প্রেম কাহিনী।

(*- ছাতক উপজেলার কয়েকটা গ্রাম)

মন্তব্য করুন