নীল আকাশে ভাইসা ভাইসা,
আইসো আমার বাড়ি,
পাখি হইয়া আইসো বন্ধু,
কিন্না দিমু শাড়ি।
আমার ভাঙা ঘরে আলো হইয়া,
আইসো কোমল নারী।
তোমার আসার লাগি পন্থপানে,
লইয়া গরুর গাড়ি।
দাড়াইয়া আমি চাইয়া রইলাম।
মিনতি করি আইসো গো সুন্দরী।
নীল আকাশে ভাইসা ভাইসা,
আইসো আমার বাড়ি,
পাখি হইয়া আইসো বন্ধু,
কিন্না দিমু শাড়ি।
আমার ভাঙা ঘরে আলো হইয়া,
আইসো কোমল নারী।
তোমার আসার লাগি পন্থপানে,
লইয়া গরুর গাড়ি।
দাড়াইয়া আমি চাইয়া রইলাম।
মিনতি করি আইসো গো সুন্দরী।