Skip to content

আসুক ফিরে পয়লা মে – অভিষেক ভট্টাচার্য্য

শ্রমিকের ঘরে শ্রমের পায়ে
নেমে আসুক পয়লা মে।
দুর্বার হয়ে তীক্ষ্ণ সুরে
জেগে উঠুক পয়লা মে।

মেহনতী মানুষের সহায় হোক।
বেগার শ্রম বন্ধ হোক।
অত্যাচারের পতন হোক।
শ্রমজীবী মানুষদের জয় হোক।

ছাঁটাই হওয়া শ্রমিকের ঘরে,
প্যাডেল ঘোরায় রিক্সাতে,
নেমে আসুক পয়লা মে
অগ্নি দহন সংগ্রামে।।
ভয় কে জয় করে
হারিয়ে সকল মৃত্যুভয়।
শপথ হয়ে ফিরে আসুক।
শ্রমজীবী মানুষদের পয়লা মে।।

এই পৃথিবীতে সব অট্টালিকা
ব্রীজ আছে যত সেতু।
খেটে খাওয়া এই মানুষগুলোই
করেছে সব কিছু।।
শত বঞ্চনা সহ্য করে,
সহেছে তারা অনেক কিছু।
অনেক কিছু করলেও এরা
পায়নি তেমন কিছু।

সব পরিশ্রম সার্থক হোক।
সব কাজ সফল হোক।
শ্রম অনুযায়ী মূল্য হোক।
শ্রমিকের ঘামের জয় হোক।
তাদের ইচ্ছা পূরণ হোক।
আসুক ফিরে পয়লা মে।।

মন্তব্য করুন