Skip to content

আসক্ত বৈরাগী ১

বললে কেন কবিতা লিখি
বললাম ভয়ে।
অন্যায়ের চোখে চোখ রেখে যে প্রতিবাদ করতে পারিনা,
তাই বাড়ী ফিরে
পাতার পর খাতা নষ্ট করি।
দিন বদলের স্বপ্নে।

মন্তব্য করুন