বললে কেন কবিতা লিখি
বললাম ভয়ে।
অন্যায়ের চোখে চোখ রেখে যে প্রতিবাদ করতে পারিনা,
তাই বাড়ী ফিরে
পাতার পর খাতা নষ্ট করি।
দিন বদলের স্বপ্নে।
বললে কেন কবিতা লিখি
বললাম ভয়ে।
অন্যায়ের চোখে চোখ রেখে যে প্রতিবাদ করতে পারিনা,
তাই বাড়ী ফিরে
পাতার পর খাতা নষ্ট করি।
দিন বদলের স্বপ্নে।