আশার সংসার
—– রমেন মজুমদার
01/09/23
—–
হায়রে অবোধ মন! আশা নিলি প্রাণে,
জ্ঞান-শূন্য প্রজ্ঞা থলি উজাড় না করি;
বাঁচিস কেমনে তুই?– স্বপ্ন যদি ভাঙে (?)
চাস কি রে ? জনম ছাড়া; ধনের সন্ধানে।।
দিন যদি রাত হয়?– রাতের কৌশলে;
মুদিলে আঁখি যবে! যামিনীর কোলে ;–
সকলি চিরনিদ্রা!!–লভিস রে বিফলে ?
ধন-জন, বিত্ত-সুখ! মৃত-নিশি জলে।।
হায়রে স্বপন রানী! কী স্বপ্নে জড়ালে–
মোর মন খানি?–নিদ্রায় মুদিলে আঁখি;-
মৃত-সম! অযথা মোহের নেশা, দিলি–
ভরে প্রাণে! এ’ জ্বালায় দগ্ধ প্রাণে জ্বলি।।
আশার ভুবনে ভুগি,মায়া-মোহ লয়ে;
নিদ্রা সম আঁখি জল যায় সব ক্ষয়ে।।
****
এইবিভাগে সকল কবি লেখকদের জানাই
আন্তরিক শুভেচ্ছা।