মনের নদী শুকোয় যদি
কাঁদায় ডোবে বুকের পার,
হাসি ঘিরে আলোর ভিড়ে
মিশে থাকে অন্ধকার।
অন্ধকারে খুঁজছি যারে
হাতড়ে আমি সর্বক্ষণ,
হঠাৎ এসে দাঁড়ায় পাশে
না, সবটাই দৃষ্টিভ্রম।
দৃষ্টিভ্রমে ক্রমে ক্রমে
তলিয়ে গেলো কল্পনা,
অনুভূতির নিভছে দ্যুতি
ভোরের আলোর গল্প না।
গল্পে তবু নিভু নিভু
আজও কোথায় ফাগুন আঁচ,
কেউ খোঁজেনা, কেউ বোঝেনা
খবর রাখে আয়না কাঁচ।