Skip to content

আমি কন্যা – শিপুল বাছাড়

আমি সন্তান, আমি কন্যা!
আমি উচ্ছল গতিময় এক ঝর্ণা!
আমি পদ্মিনী, আমি অঙ্গনা ,
আমি মায়া মোহিনী যৌবন তৃষ্ণা।

আমি হেঁশেলের গৃহিণী,
আমি সংসার কর্মে বন্দিনী।
আমি মহাকাশচারী,
আমি কাদম্বরী,
আমি সকল উর্ধ্বে !
সকল উৎসের আমি প্রেরণা।

আমি সংহার,
মানি নাকো হার
জীবন যুদ্ধে !
আমি নই কোনো তুচ্ছ ধূলিকণা।

আমি সমস্ত পৃথিবীর মাতা।
মাতৃত্ব বোধের আঁচলে
বেঁধেছি সমস্ত পৃথিবী।
আমি পুরুষের হৃদপিন্ড !
শিরায় শিরায় প্রবাহিত শোণিত !
আমি দেবতার আলয়ে দেবী ।
কখনো পুজ্যপাদ হই
সকল নত মস্তে,
কখনো লাঞ্ছিত হই
মেরুদণ্ডহীন মনুষ্যত্বে।

আমি জ্ঞান বিজ্ঞান
করি অজ্ঞান,
সকল আবিষ্কারে
আমি তার প্রাণ।

আমি হিন্দু ,
আমি খ্রিস্টান ,
আমি বুদ্ধের আরাধনা।
আমি গির্জা, আমি মন্দির,
আমি মক্কা মদিনা।

আমি বুদ্ধের ধ্যানে মগ্ন,
আমার হৃদয় করেছে ভগ্ন !
ঐ সমাজের দুরাচার,
আমি বিশ্বাস
আমি ইতিহাস
আমার পৃথিবী চার দেয়ালে সংসার।

সহস্র বছর ব্যাপিয়া
শত অপমান সহি
বিছায়ে রেখেছি স্নেহের আঁচল,
আমি হাসির আড়ালে
লুকোতে জানি
বেদনার নোনা জল।

আমি সৃষ্টির আধা
দেয়নি তো বাঁধা
সৃষ্টির বিধাতা।
আমি সৌন্দর্য ,
আমি ঔদার্য,
আমি সকল মুগ্ধতা।

আমি,আমাতেই দেখি বিশ্ব ভুবন।
সমাজ দ্যাখে – নরনারী ভেদাভেদ,
নির্লজ্জের মত দাঁড়ায় লুন্ঠিত ইতিহাস,
দাঁড়ায়,পুত্র অহং যতো নির্বোধ!

তুমি পুত্র, সমাজ রেখেছে অগ্ৰে ,
আমি কন্যা, লজ্জার প্রতিনিধি
সমাজ রেখেছে প্রজনন যজ্ঞে ।।

মন্তব্য করুন