Skip to content

আমি আর ফিরবো না – শিপুল বাছাড়

মায়া অরণ্যে জ্বলা দহনে
আমার আসবাবপত্র পুড়িয়ে দিও ,
আমি আর ফিরবো না এ জনারণ্যে।

কলকাতা,
সে এক দুঃস্বপ্নের শহর!
যারা বসে আছে স্বপ্নের সারথী হয়ে
প্রতিভা বিকশিত আঙিনার চাবি হাতে
থাক তারা প্রজ্ঞা হয়ে
ষোলো কলার চারগুণ হয়ে।
মহা বনানীর মাঝে মিশে যাবো আমি
বনষ্পতি হয়ে।

স্বপ্ন, মৃত স্বপ্ন, ব্যর্থতা!
উত্থান পতনের গোপন কথা
ভারি হয়ে ওঠে বাতাস
ঝাপসা চোখ – ফ্যালে নিঃশ্বাস!
আমি আর ফিরবো না এ জনারণ্যে

মন্তব্য করুন