ভীষণ চাপের মধ্যে আজও আমার বোন
পতাকা হাতে নিয়ে দৌড় দিতে পারে না-
যদিও হাতছানি দেয় সবুজাভ মাঠের ঢেউ;
আমি বুঝি— পতাকা দৌড়ের মুক্তানন্দ।
মাঝে মাঝে দুলাভাইয়ের ওপর ফুঁসিও;
দেখে হাসে মিঠুর বোন— আমার ঘরে।
আমি তার সে হাসিটার অনুবাদ করতে ভয় পাই।
ভীষণ চাপের মধ্যে আজও আমার বোন
পতাকা হাতে নিয়ে দৌড় দিতে পারে না-
যদিও হাতছানি দেয় সবুজাভ মাঠের ঢেউ;
আমি বুঝি— পতাকা দৌড়ের মুক্তানন্দ।
মাঝে মাঝে দুলাভাইয়ের ওপর ফুঁসিও;
দেখে হাসে মিঠুর বোন— আমার ঘরে।
আমি তার সে হাসিটার অনুবাদ করতে ভয় পাই।