Skip to content

আমার বসন্ত পুড়ে গেছে, – নির্ময় সরকার নির

আমার বসন্ত পুড়ে গেছে
প্রায় দশমাস দশ দিন হোলো
ফাগুন বিবস্ত্র বিরহে
কোকিলের ডাকে ঘুম ভাঙেনা আর
নির্বাক বিপ্লবের আবহে,
শব্দ বিহীন বিনিদ্র রজনী
বিবর্ন মননের আঁখি পল্লব
কৃষ্ণচূড়ায় ভীষণ দহন
বেয়াদপি তার নিঃসঙ্গতায়
আবেগের সুপ্ত আত্ম হনন।

আজ আর বসন্ত আসেনা
গর্ভবতী হয়না ফাগুন
দশ মাস দশ দিন প্রতিক্ষার প্রহর গোনায়
বুকের মাঝে শুধুই আগুন,

তবুও অনুগত আমার হৃদয়
জীবন্ত লাশ হয়ে আছে বেঁচে
হয়তোবা দশ মাস দশ দিন পরে
পুনর্জন্ম হবে বসন্তের
একরাশ ধূপের গন্ধ তখন
আমার বসন্তের লাশ কাটা ঘরে।।
****

2 thoughts on “আমার বসন্ত পুড়ে গেছে, – নির্ময় সরকার নির”

মন্তব্য করুন