ভোটের আমেজ এলো দেশে
প্রতীক প্রার্থী কই?
প্রার্থীর মুখটা দেখবো এবার
তাইতো চেয়ে রই।
আসবে জানি ভোটের আগে
বাড়ির উঠান মাঝ,
এক নিমিষেই সকল খবর
নিবেন তিনি আজ।
প্রতীক দেখায় বলবেন কথা
ভোটটা দিবেন ভাই,
দেখবে তুমি আমার মতোই
যোগ্য প্রার্থী নাই।
নিজের জন্যই ভোটটা তিনি
হাত বুলিয়ে চায়,
এক দেখাতে বছর পাঁচেক
এমন ভাবে যায়।
আমার ভোটেই— নির্বাচিত
নিবেন মোরে খোঁজ,
দেখার আশায় অপেক্ষায় রই
পথের বাঁকে রোজ।
ভোটটা দিয়ে ক্যামনে বলি
করছি কতো ভুল,
মানব সেবার —-সেই দরদী
আজ ডুমুরের ফুল।