একভাবে সাজিয়ে নিই জীবনের আঙিনা।
ছবি আঁকি ভালো মন্দের। বিচিত্র রঙের বাহ্যিক
ব্যবহারে ভরিয়ে তুলি নিজের আনন্দ।
মুখ দেখি আয়নায়,
ভাঙা চোরা দাগ বিচিত্র ভঙ্গিমায়,
ক্যানভাসে ফুটে ওঠে চিত্র।
দেওয়াল জায়গা দেয় স্মৃতির আখর।
ভাবনার বিলাসিতায় কান্না,নিজের ভুল।
নির্দয় বাস্তব চিত্র অসমাপ্ত অঙ্কন,এক আকাশ ক্যানভাসে। আজ যা ভালো কাল তাই মন্দ।
জীবনের বাঁকে অসমাপ্ত গল্প।