Skip to content

অভিমানী মন-মাহাবুবা বিথী

উড়ন্ত হাওয়ায় উড়িয়ে দিয়েছি
ভালবাসার আবেগ।
হৃদয়ের তটে জমছে এখন অভিমানী মেঘ।
যতবার কাছে টানতে চেয়েছি
ততবার সরে গেছ দূরে,
হঠাৎ একদিন হারিয়ে যাব তোমার শহরে।
রাত গভীরে শিউলি ফুটে রয়,
কি ব্যথা বুকে লয়ে সকালে ঝরে যায়।
ঝরা পাতার দুঃখ মিশে পথের ধুলায়।
সকালের নরম রোদ রাতের আঁধারে লুকায়
আমার হল ঠাঁই তোমার
নিখোঁজের তালিকায়।

মন্তব্য করুন