Skip to content

অপ্রেম আখ্যান – প্রশান্ত শংকর

জল ,
মরেছিল ডুবে হিজল এর বনে ।

লাশ,
হয়ে বালি  শুয়ে আছে জরাসন্ধ ।

এ মরণ ,
যেন বেঁচে আছে আমরণে   ,

হিজল
ফুলে লেগে আছে জলের গন্ধ ।

তোমার ,
গায়েও জলের সুবাস মাখা ।

তুমি ,
যত্ন করে লুকিয়ে রাখো বালি ।

এই মন, 
ছিল বুঝি মৃত্যু  উপত্যকা !

মাটি ,
খুঁড়ে খুঁড়ে কবর দিয়েছো খালি ।

বিশ্বাস
ভেঙে ভেঙে যায় শুধু ,

ঘেন্না ,
বোধহয় তত ভঙ্গুর নয় ।

স্মৃতি ,
খুঁড়ে গেলে পাই শুধু বালি ধূধূ ,

প্রেম
বেঁচে থাকে এটুকুই বিষ্ময় ।

মন্তব্য করুন