কথা যখন দেশটা নিয়ে
কাশতে হবে ঝেড়ে,
বর্গী হয়ে এসে নিবি
ঘটিবাটি কেড়ে!
ভাতে মারতে এলো যারা
পালিয়ে যায় শেষে,
লোটা কম্বল সবই হারায়
ঠাঁই হয় না দেশে।
নিজের কথা ভাবুন দাদা
কৃষক উঠছে ফুসে,
ধর্ম দিয়ে আর কতকাল
শান্তি রাখবে দেশে!
সংখ্যালঘু নির্যাতন হয়
সারা ভারত জুড়ে,
তার প্রতিবাদ করতে গেলে
দেয় যে মাথা মুড়ে।
গরুর মাংস খাওয়া বারণ
মুসলমানদের আজ,
তাড়িয়ে সব বিধর্মীদের
গড়বে হিন্দু রাজ!
বাংলাদেশে বৈষম্য নাই
হিন্দু মুসলমানে,
যে যার মত ধর্ম মানি
হিংসা নেই প্রাণে।