Skip to content

“অনুতপ্ত হৃদয়”- মোঃ সাজ্জাদুল ইসলাম শাকিল

পাপের বোঝা হচ্ছে ভারী
এই পৃথিবীর তরে,
আল্লাহ্ মাবুদ ক্ষমা করো
মৃত্যু হওয়ার পরে।

মায়ার বাঁধন ছাড়তে হবে
এক-এক করে সবে,
পরকালের সামান গোছাই
প্রাণ থাকিতে তবে।

জন্ম নিছি মরতে হবে
সবাই কিন্তু জানি,
রবের দেওয়া বিধান আজি
ক’জনই বা মানি।

তওবা করে আসো ফিরে
পাপের রাজ্য ছেড়ে,
পুণ্য দিয়ে জীবন সাজাও
রহম আসবে তেড়ে।

মরণ কখন এসে যাবে
সেই খবর নাই জানা,
মৃত্যু আসার আগেই মাবুদ
চাইছি গুনার পানাহ্।

লেখার তারিখ:- ২৬/১০/২০২৩ খ্রিস্টাব্দ

মন্তব্য করুন