অনন্ত জ্বালা
মোহাম্মদ মুছা
হৃদয় আমার বন্দী আজো
তোমার মায়া জালে
নয়ন জলে বুক ভেসে যায়
স্বপন ডুবে কালে,
চন্দ্র সুরুজ পালা বদল
আঁধার আলোর খেলা
রাজ্যে বাজে বিষাদ মাদল
এইতো বিধির লীলা,
পথের বাঁকে পিছন ডাকে
হাতছানি দেয় বেলা
পোড়া কপাল আর কতো কাল
সইবে দহন জ্বালা!
অপূর্ব অনুভূতির বেশ অসাধারণ একটি কবিতা ।। অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা ।। ভালো থাকুন সুস্থ থাকুন ।। শুভ কামনা অবিরাম