Skip to content

Title: হাফ ফুট ইজ্জত

জীবনটা মাগো আজ
চায়ে ডোবা বিস্কুট,
দেখি যবে ফোন জুড়ে
দাবি-দাওয়া চিরকুট।

রেষারেষি করে মরে
গ্যাস আর তেলেতে,
ফাটা বাঁশে EMI
একাউন্ট লোনেতে।

বাজারের বোকা ব্যাগ
বলে চাচা বাঁচারে,
মূল্যের শ্রীবৃদ্ধি-
মাড়ে বুকে খোঁচা রে!!

বেঁচে থাকা কি কঠিন
চাটনি সব ‘চ’ য়ে তে,
লোটে সব ল্যাংটোত্ব
ঘেঁটে সব ‘ঘ’ য়ে তে।

তবু স্বপ্নেরা মেলে ডানা
ইচ্ছেরা একজুট,
স্ট্যাটাসের চাপে আজ
ইজ্জত হাফ ফুট।

MaDDy’s_life

মন্তব্য করুন