Skip to content

sonkhyar bondi – Biswanath Ghosh

যা কিছু রেখেছ ভেবে
সবই কি নিঃশেষ করে দেবে ?
শেষ নগদ অর্থটুকুও কি নেবে কেড়ে
ছলে বলে কৌশলে ?
নাকি তুমিই চেয়েছিলে
হতে চেয়ে উন্নত আধুনিক ।
রেখে নিজের অধিকারে
বলবে, করো লেনদেন।
ভয় নেই আর
এ তো তোমারই অর্থ
থাকবে সুরক্ষিত।
আজ থেকে
তোমার যাবতীয় সম্পদ
তাদের হস্তগত ।
বদলে তার
একটি সংখ্যা দেবে তোমায় উপহার ।
তারাই শিখিয়ে দেবে সংখ্যার ব্যাবহার ।
বলে দেবে
কোথায় কতটা খরচ করা যাবে
কিভাবে ।
কিভাবে করা যাবে কতটা উপার্জন ।
তারাই করবে উৎপাদন
তারাই বণ্টন
তুমি খালি দেবে শ্রম ।
প্রতিভা বিকাশ পাবে ।
চাকুরির চাহিদা মিটে যাবে ।
ছেড়ে চাষার লাঙ্গল
চাষা যদি হয় পরিযায়ী
ব্যাবসা ছেড়ে যদি হয় মুটে
বনেদি ব্যাবসায়ি।
ক্ষোভ নেই তাতে।
রাখতে হবে শুধু ব্যাঙ্কের বই সাথে
তাহলেই হবে ।
অনুমতি ছাড়া
কোন খরচ, যাবে না করা।
হিসেব ছাড়া স্বাধীনতা নয়
এই দেশে ।
প্রতি মুহূর্তের প্রতিটি বিনিময়ের হিসেব
দিতে হবে তাকে।
ক্ষুদ্র থেকে খরচ ক্ষুদ্র ,
বড় থেকে হোক যতই বড়
নিত্য দ্রব্য কিম্বা বালিস তোশক
কোন কিছুরই হবেনা অভাব
কেবল পরিবর্তিত করলে স্বভাব
হতে পারো চিন্তামুক্ত ।
এমনটাই বলেছিল উন্নতির ভারপ্রাপ্ত ।
তাহলেই যাবে নাকি করা উন্নতি
প্রগতির গতি
গতি পাবে ।
দেশ ছোবে পাঁচ লক্ষ ডলারের জি ডি পি ।
সঙ্কুচিত করে আদানপ্রদান
দেশকে রাখতে মহান ।
শুধু নগদ সম্পদকে দিতে হবে বলি ।
আনন্দ করো , করো উৎসব
বইতে হবেনা আর ভারী
অর্থের ভার ।
সেই ভার আর নেই তোমার ।
করতে সহজ জীবনযাপন
প্রযুক্তিকে কর আপন ।
সংখ্যার যত তথ্য গোপন
সবই থাকবে নিরাপদে
আশ্রয়ে তার ।
কোন চুরি, চুরিই মনে হবে না আর ।
জব্দ করতে দেশের শত্রু
এক অলিখিত নোটবন্দী ,
এ তোমার আমার চুক্তি
তাদের সাথে ।
নাকি মিত্রদের ফন্দী ?
রাখতে হবে সদাই পকেট খালি
হতে হবে কেবল নিঃস্ব ,রিক্ত,যান্ত্রিক এক সংখ্যার বন্দী ।
সংখ্যাই করবে নিয়ন্ত্রন যত বিষয় আশয়
যত যাবে দিন প্রকাশিত হবে পরিচয়।
যে দেশ হতে চেয়ে উন্নত
আজ আপাদমস্তক ঋণগত
তাকে করতে চেয়ে উন্নত
যাদের হাতে তুলে দিয়েছ তোমার সকল সম্পদ
তারাই কি কাটাবে তোমার বিপদ ?
ভেবে দেখ
চেয়ে দেখ, এই ব্যাস্ত জগতটাকে
যারা নিজের ছাড়া কোনদিনই চায়নি কারও ভালো
তাদের সেই ভালো রুপের আলো
করবে কি তোমার দারিদ্র বিদায় ?
একদিন ঠিক বুঝতে পারবে নিশ্চয় ।
কাদের স্বার্থ করতে চরিতার্থ
কারা কাদের সাথে হাত মেলায় ।
কারা আজও করে শাসন , শোষণ
আর কিভাবে সভ্যতার রুপ বদলায় ?

মন্তব্য করুন