Skip to content

হারালে বুঝতে পারি – MaDDy

আমার কাছে মায়ের মানে
সীমাহীন ভালোবাসা
মায়ের মানে আমার কাছে
বর্ণনাতীত এক ভাষা

মা শব্দ আমার কাছে
নিষ্প্রয়োজন ব্যাখ্যা
জীবনে মায়ের না থাকাটাই
বেজায় বড় ধাক্কা

মা মানে আমার কাছে
একাকিত্বের মলম
মায়ের অর্থ আমার কাছে
প্রতিবাদের কলম

মা মানে আমার দেখা
হাঁড়ির শেষ চালটা
সব বিপদের তারিণী যেনো
তরোয়াল আর ঢালটা

মা বলতে আমি বুঝি
চা আর রুটি বাসি
দেখেছি মায়ের খালি ভাঁড়ার
তবু এক গাল তার হাসি

মা হচ্ছে রাতের বেলায়
ঘুম পাড়ানি গান
মা মানে বিদেশ ভুলে
ঘরে ফেরার টান

বললাম তো ব্যাখ্যা মায়ের নিষ্প্রয়োজন
শেষ হয় না ‘তাঁদের’ কথা
দাঁত হারালে বুঝতে পারি
দাঁত হারানোর ব্যথা

মন্তব্য করুন