Skip to content

তুমি চলে যাও -আজহারুল ইসলাম শুভ্র

তুমি চলে যাও,বুকের বাঁপাশে শাদা মসলিন কফিন
তুমি চলে যাও,নিশিথের এই পাখি জেগে আছে ক্লান্তিহীন।

মন্তব্য করুন