ধ্যুর আর কোনদিন সত্যি বলবে না রাজ, সত্যি বললেই বড়রা বেশী প্রশ্ন করে আর সুন্দর করে সাজিয়ে বললে শুনেও শোনে না, রাজ আজ ক্যাডবেরি খেয়েছে মাকে না বলে ফ্রিজ থেকে নিয়ে, দুপুরে স্কুল থেকে ফিরে খেয়েদেয়ে যখন বিছানায় শোবে তখন ভাবতে হবে কি বলবে আপাতত ক্যাডবেরি টা জমিয়ে খেতে হবে, কেউ ক্যাডবেরি দিলেই মা বলে এই দেখ ফ্রিজে রেখে দিলাম যখন ইচ্ছে হবে খেতে আমাকে বলবে” রাজ খুব ভালো করে জানে মা কিপ্টার মতো ভেঙ্গে দেবে।