Skip to content

অ্যাসিড অ্যাটাক – অভিষেক ভট্টাচার্য্য

দুপুরবেলা ছাতাটি হাতে
দাঁড়িয়ে আছে সে।
জানেনা তখনো জলন্ত আগুন
আসছে পোড়াতে তারে।

গোলাপী রঙের লিপস্টিক তার
পরনে হলুদ শাড়ি।
রুপে রুপালি গুনে গুনী
তিনি সদ্য পরী।

হঠাৎ করে ওপাশ থেকে
ছুটে আসে জল…
জ্বলছে দেহ উপর থেকে
শিহরিত করে মন।
অন্ধকারে ভরে গেছে সব
চারিদিকে রব রব।
চতুর্দিকে হুড়োহুড়ি আর
শোরগোল শুরু হয়।।

দগ্ধ ত্বকে যন্ত্রণা কাতর
মেয়ে টি মূর্ছা যায়।
শ্বাস তখন চলছে বটে
আশা তখনো নাই।
মিডিয়া গুলো রিপোর্ট করছে
লাইভ এর পর লাইভ।
কিছু লোকে ভিডিও করে
খবর ছড়িয়ে দেয়।
পর পর সব খবর আসে
ঝড়ের গতির ন্যায়।

জননীর চোখে অশ্রু ঝরে
রক্ত চোখে প্রশ্ন তোলে?
আমার মেয়ে কেনো এখন
আই সি ইউ তে ভর্তি আছে?
কী অপরাধ ছিলো তার?
কন্যা হওয়া টা কি পাপ?
প্রশ্ন গুলো চলতে থাকে
উওর আর মেলে না শেষে।

বেশ কিছুদিন শিরোনাম পেলো।
সাংবাদিক দের আনাগোনা ছিলো।
ছেলে গুলো জেল খাটলো
মাস দুয়েক মতো।
তারপর তারা ছাড়া পেয়ে গেল।
আইনি লড়াইও চলতে থাকলো।

বছর খানেক এমনে গেলো।
দাগ খানি রয়ে গেলো।
দোষী রা আজ বিয়ে করেছে
কাজ করছে চটকলেতে।।

মন্তব্য করুন