অনশনকারী নয়
ওরা ছিলো তোমার ব্যর্থতার সাক্ষী
তোমার হেরে যাওয়ার গল্প ছিলো ওরা
ওরা ছিলো দিনের আলোর মতন স্বচ্ছ
যা রাতের আঁধারে ধুয়ে ফেলা যায় না
উত্তাল সমুদ্রের ডানা ঝাপটানোর শব্দ
শুনেছো কখনো?
ওরা তাই-
যে শব্দকে তুমি ভয় পেয়েছো
তোমার সীমাহীন অহংকারের যোগ্য জবাব ছিল ওরা
তোমার আগামীর পুনরাবৃত্তি রুখে দেওয়ার
শক্ত পাঁচিল ছিল ওরা …
… এবার এই পরিযায়ী পাখিদের ঘরে ফেরার পালা
একদিন বিলুপ্ত হয়ে যাওয়া এই পাখিদের ঠোঁটে
লেগে থাকবে তোমার অত্যাচারের শিলালিপি
আর তুমি?
তোমার ছন্নছাড়া স্বভাবে
লিখতে থেকো তোমার সফলতার কাহিনী
যে কাহিনী
রাতের গলা টিপে শহর কে দিয়েছিল
এক নতুন ঝকঝকে সকাল