Skip to content

পুজোর দেশে : শরৎ – জিৎ হোড় (নিরোল)

হঠাৎ করেই এগিয়ে এলো
দিন-বদলের পালা ,
কাশফুল আর পেঁজাতুলোতো
বসল শারদ মেলা ।

উধাও হলো কাল মেঘেরা
হানা দিল ঘুমের দেশে ,
শরৎ এসে পড়ল দেখো
ওই পূজারই উন্মেষে ।

আকাশ বাতাস মাতাল হয়ে
মেতেছে ভীষণভাবে ,
জাগছে মনেই প্রশ্ন শুধু
পুজো আসবে কবে ?

ধনী গরিব নির্বিশেষে
আনন্দিত এই পুজোর দেশ ,
অবশেষে একদিন এসেই গেল ‘মা’
এসে গেল মায়ের প্রতিমা বেশ ।

মন্তব্য করুন