কবি মতিউর আর হাসবে না
মতিউর রহমান
আর আমি হাসবো না—
যেমন আমি আগে হাসতাম,
আর কোন মানুষের কাছে যাবো না
যেমন আমি আগে বার বার যেতাম।
প্রতারক মানুষ আমি, প্রতারক হবো না,
অকারনে বারবার পথে বার হবো না।
যার ইচ্ছে সে যাবে, আমি কিছু বলবো না,
চক্ষু কর্ণ হস্তপদ মুখ আর কখনো খুলবো না।
উন্মাদের এই কাজ —লোকে কেন বোঝেনা,
নিজের কথা শুনিয়ে অপরের কথা শোনেনা।
কচুয়া, চন্দনেশ্বর, ভাঙ্গড়, কবি মতিউর রহমান সরদার