Skip to content

ভালোবাসা কি তাই? – মো: সাফি সামি

কতবার বলিব তোমায় বাসি না ভালো
তোমার শয়নে রয়েছে নিরবতার আলো,
রুপের আগরে ভুলেছে মন
তোমার নীতির মাঝে হেড়েছি কত যতন।
স্বপ্নের নিগড়ে কত যতন রেখেছি
তোমায় বলিব বলে কত সাধনায় মেতেছি।
তবে তুমিতো আমায় বুঝনি
হয়তো তুমি এখনো আমায় চেননি?
কত স্বপ্ন বেধেছিলাম তোমায় বলিব বলে
তুমিতো সুযোগতাই দিলে না,
ছেড়ে গেলে মাঝ গগনে।
ভালোবাসায় কত শত বার হেড়েছি
তোমার দেখে আসল ভালোবাসা খুজে পেয়েছি।
তবুও তোমার কাছে কত যতন নিয়ে এসেছিলাম
তুমিতো বুঝলে না তোমায় কতটা ভালোবেসে ছিলাম।
তুমিতো চল্লে পালকি চোরে
দেখলেনা একবারও পিছন ঘুড়ে।
পথের মাঝে হাটু গেড়ে কিছুটা মনভোরে কাঁদলাম,
বৃষ্টির ফোঁটা দিয়ে চোখের জলকে কিছুটা আরাল করে রাখলাম।
তোমার প্রতিশ্রুতি আমার মনের মাঝে বিন্দু মাএ নেই,
তোমায় ভুলেছি কেমন করে তাও জানা নেই!
মাঝে মাঝে দূর আকাশে তোমার ছবি আঁকি,
কেন জানি তোমার খেয়াল কড়া নেড়ে ডাকে?
‘ভালোবাসি না তোমায়’ প্রতিজ্ঞা করলাম
তোমায় কাছে দেখে আবার ভালোবেসে ফেল্লাম।
আসলেই কি ভালোবাসা হয় এমন?
হয়তো,,,, এমনই হয়,,,,,,

মন্তব্য করুন