Skip to content

আগমনী – প্রশান্ত পাল

মেঘগুলো সব এলোমলো
দিচ্ছে পাড়ি নিরুদ্দেশে
কাশের বনে লাগলো হাওয়া
ঢেউ খেলে যায় উল্লাসে ।

শিউলি ফুলের গন্ধে
ভোরের বিভোর বাতাস
শারদ পাতে সূর্য ওঠে
নতুন আলোর আকাশ।

দিকে দিকে দিক দিগন্তে
অচেনা এক সুর
কার চরণের বাজলো নুপূর
ধ্বনি যে তার মধুর ।

গ্রামে গঞ্জে শহরে নগরে
সাত সাগরের পারে
মায়ের পদধ্বনি
বার্তা শোনায় আগমনী ।

২৮.০৮.২০২২.

1 thought on “আগমনী – প্রশান্ত পাল”

মন্তব্য করুন