Skip to content

কেন মারলি তোরা? – চৌধুরী সিয়াম ইলাহী

দশ বছরের ছোট্ট শিশু, নিষ্পাপ তার মন,
বাঁচতে দেয়নি তাকেও হত্যাকারী দুর্যোধন ।
মুজিবের সন্তান এটাই ছিল তার একমাত্র পাপ,
পুরো বাংলা তোদের দিনভর দিচ্ছে রে অভিশাপ

আহা! চঞ্চল শিশুটিকে মূহুর্তে তোরা করলি নিস্তব্ধ,
ঘাতক তোরা, বাঙালি তোদের একদিন করবে ঠিকই বদ্ধ। শেখ পরিবারের শ্রেষ্ঠ সন্তান অবুঝ সেই শিশু,
তার প্রাণ নিলি যারা, মানুষ নয় তোরা পশু।

কি মলিন তার হাসি যেন রূপসী বাংলার রূপসী গ্রাম, দুষ্ট-মিষ্টি ছোট্ট শিশু এক, শেখ রাসেল তার নাম।
যে শিশু স্বাধীনতা পেয়েছে বলে মেতেছে খুশিতে,
তারই পুরো পরিবারের প্রাণ গেল ঘাতক চক্রের নাশিতে।

শেখ রাসেল আদর করে রেখেছিল নাম পিতা মুজিব,
তাকে মারলো যারা তারা তো মনুষ্যত্বহীন এক আজীব। রাসেলকে মেরে লাভ কি হলো তোদের স্বাধীনতা বিরোধীর দল ?
জাতির প্রশ্ন তোদের কাছে উত্তরটা সামনে এসে বল।

মন্তব্য করুন