Skip to content

মাধুকরী হাসি – হাকিকুর রহমান

কেগো বুনেছো সোনারঙ ধান
কে দাও অথৈ নদীতে পাড়ি,
কেবা বুনেছো মনের মাধুরীতে
রামধনু রঙ শাড়ি।

কেগো হেঁটে যাও মেঠো পথ ধরে
কি যে গেয়ে যাও সুরে,
কেবা গুঁজেছো খোঁপায় যুঁথিকা
ডেকে নাও কোন দূরে।

কেগো পরেছো লাল রঙ শাড়ি
যাবে কি নায়োরে আজি,
কেবা চেয়ে রও নীলিমার পানে
গোধূলির সাঁঝে সাজি।

কেগো গুনেছো স্মৃতিভরা দিন
মনে করে ছেলে বেলা,
কেবা শুনেছো মাধুকরী হেসে
করে যায় কত খেলা।

মন্তব্য করুন