Skip to content

শূন্যতা আর আমি

আমি আর শূন্যতা
আহমেত কামাল

একটা ধূসর সকাল

ঠোঁটে নিয়ে উড়ে যাচ্ছে,,,
ভাত শালিকের মা।

টাওয়ার দখলে রাখা পাখিও’রাও উড়ে যাচ্ছে মহানন্দার দিকে,,

যেখানে আমার চোখ
রোজ সেলাই করে থাকে নদীর কথাবার্তা।

আমিও যাচ্ছি,, তবে আমার পাশের সিটে বসে আছে

শূন্যাতা।

শূন্যতা আমাকে বারবার ছুঁয়ে দ্যাখে

ভেতরে কত জ্বর! \_ আহমেত

,,,,

মন্তব্য করুন