Skip to content

চুম্বনহীন সূত্র-শুভশ্রী রায়

প্রথমেই সব মধু শুষে নিতে হ’বে এমন নয়
আস্তে আস্তে নিতে পার, ধীরে
হয়তো খুঁটিনাটি বহু কিছু মনে করতে হবে
যখন তাকাবে অতীতে ফিরে।

প্রথমে সব মধু শুষে নিলেও অনেক থেকে যায়
তবু তোমার ভয়, থাকবে না কিছু
আসলে নিজেই জানো না, কখনো বুঝতে পারনি
ভালোবাসা সামনে না চলে কামনার পিছু!

ভালোবাসা আগে চলতে পারে, পরে কামনা
কামও সামনে থাকে ভালোবাসা পরে
সূত্র মেনে হয় না চুমুটুমু প্রিয়তম, ভালোবাসায়
কত কিছু অস্পষ্ট আঁকা ওষ্ঠ অধরে।

ভালোবাসা আর কাম চলে হাত ধরাধরি করে
তার মাঝে গভীর চুম্বন অপরিহার্য
সম্পর্ক তোমাকে কী দিয়েছে বড় কথা নয়, প্রশ্ন
ভালোবাসার কোন সংজ্ঞা করেছ ধার্য!

মন্তব্য করুন