Skip to content

বরষা-কাব্য-শুভশ্রী রায়

কত কবি লিখছেন রিমঝিম বর্ষার অনুপম কাব্য
ভাবছি এই বরষায় আমিও কী জমা জলে নাবব
গোমড়া আকাশ, সজল মেঘ আর বৃষ্টির নিবেদন
সহ লেখা পৃথিবীকে প্রকৃতির মধুর এক আবেদন
সে তো বাদলা ঋতু, সর্বদা স্বাগত কবিদের বরষা
নদীনালা মিলে দেশটা ভাসায় তাও কৃষকের ভরসা
বাজারে অনেকই বিকোয় ইলিশ মাছ সে কত না!
দামটা বেশি, সবাই পায় না স্বাদ, এটাই তো ঘটনা
তার ওপরে খালি জল, পোষাক সহজে শুকোয় না
তবুও কী লোকে খিচুড়ির জন্য একটু মুখোয় না?
চিরাচরিত মতে ভারতে বর্ষার সূচনা জুনের পনেরো
কত অপেক্ষা থাকে, দেশবাসী এবং কবির মনেরও
আনুষ্ঠানিক বরষা বিদায় নেয় তিরিশে সেপ্টেম্বর
শেষ দিকে বলি, ঠিক সময়ে চলে এস পরের বছর।

মন্তব্য করুন