এবং প্রাচীনকালে সেই পাগুলি করেছিলেন
ইংল্যান্ডের সবুজ পাহাড়ের উপর হাঁটা?
এবং ঈশ্বরের পবিত্র মেষশাবক ছিল
ইংল্যান্ডের মনোরম চারণভূমিতে দেখা যায়?
এবং কাউন্টেন্যান্স ডিভাইন করেছেন
আমাদের মেঘাচ্ছন্ন পাহাড়ের উপর আলোকিত?
আর এখানেই কি জেরুজালেম তৈরি হয়েছিল?
এই অন্ধকার স্যাটানিক মিলের মধ্যে?
আমার জ্বলন্ত সোনার ধনুক নিয়ে এসো!
আমার আকাঙ্ক্ষার তীর নিয়ে এসো!
আমার বর্শা আন! হে মেঘ, উন্মোচন কর!
আমার অগ্নি রথ নিয়ে এসো!
আমি মানসিক লড়াই থেকে বিরত থাকব না,
কিংবা আমার তরবারি আমার হাতে ঘুমাবে না
যতক্ষণ না আমরা জেরুজালেম তৈরি করি
ইংল্যান্ডের সবুজ আর মনোরম ভূমিতে।